রহিম উদ্দিন স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দী পর্যটন এলাকায় পরিবেশ দূষিত করে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে পর্যটন নগরী বিছনাকান্দী পাথরকোয়ারী ও বগাইয়াগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩০ টি শ্যালো ও বোমা মেশিন ধংস করা হয়।
এ সময় বিছনানাকান্দি বিজিবি ক্যাম্পের প্রতিনিধি টিম ও গোয়াইনঘাট থানার এসআই আখতার হোসেন ও এসআই মিহিরসহ্ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন,এই এলাকা থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩০ টি শ্যালো ও বোমা ধ্বংস করা হয়। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply