আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী ঃ
৩০ লাখ শহীদদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন :- প্রকৃতির নিয়মেই আবার ফিরে এলো ডিসেম্বর অর্থাত বিজয়ের মাস। বাঙালির স্বপ্ন পুরনের মাস, শংকা মুক্তির মাস। বাঙ্গালির অনেক গর্বের,অনেক ভালোবাসায় সিক্ত,অনেক পাওয়ার, অনেক হারানোর স্মৃতিবিজরিত এই ডিসেম্বর। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চুড়ান্ত বিজয় এ মাসের১৬ ডিসেম্বর অর্জিত হয়। পরাধীনতার জাল ছিঁড়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খন্ড আর বিশ্বের মানচিত্রে লাল সবুজের একটি পতাকা ! এই বিজয়ের মাসের দ্বারপ্রান্তে দাড়িয়ে আমরা বিজয় অর্জনের আনন্দ উদযাপনের সাথে,দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাঁদের, যাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত আজকের এই স্বাধীন ভুখন্ডে আমাদের লাল সবুজের এই পতাকা। আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি। বাঙালি জাতির মহান নেতা, শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহ্বানে বাংলার বীর দামাল ছেলেরা দীর্ঘ নয়টি মাস ইতিহাসের জঘন্যতম গণহত্যা,পাক হানাদার বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞ, নির্যাতন,নিপীড়নের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষায় ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে পৃথিবীর বুকে এ মাসেই অর্জিত হয়েছিল স্বাধীনতার একটি নিজস্ব মানচিত্র একটি পতাকা। এবিজয়ে বাঙ্গালি জাতির মহান নেতা, শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং নরসিংদীবাসীকে জানাই মহান বিজয় মাসের শুভেচ্ছা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।