মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (৩ই ফেব্রুয়ারি) বগুড়া শহরের স্বনামধন্য রেস্টুরেন্ট ভূত দ্যা রেস্টুরেন্টের হল রুমে আড়ম্বরপূর্ণ পরিবেশে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।
বিবিজিএফ এর সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট আলীর পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিজিএফ এর প্রধান উপদেষ্টা ও রুপকথা হোমস বগুড়ার এমডি মোঃ রাজেদুর রহমান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিজিএফ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ গনি সরকার,আরআর এন্টারপ্রাইজ এর স্বত্বধিকারী শাফায়াত-ই-রাব্বি সুমন,ইছামতী নিউজ এর সম্পাদক আখতারুজ্জামান মনির,বধূয়া বিউটি সলিউশন এর স্বত্বাধিকারী শেখ শামীম,ভূত লিমিটেড দ্যা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বিবিজিএফ এর সহ-সভাপতি শাহনেওয়াজ বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসাইন, দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম, উদ্যোক্তা উন্নয়ন সম্পাদক সোনিয়া হক, সাংস্কৃতিক সম্পাদক চাঁদনী লিজা,কোষাধক্ষ্য মুয়াজ বিন মুস্তাফিজ ,
ক্রীড়া সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সৈকত, সাহিত্য সম্পাদক সেলিনা আক্তার চম্পা,সমাজ কল্যাণ সম্পাদক জাকিয়া সুলতানা কিয়া, সহ ধর্মীয় সম্পাদক আরেফা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শারমিন সুমনা, কার্যনির্বাহী সদস্য কানন মলি,কাজী শাম্মী, জান্নাতুল ফেরদৌসী, ফজলে রাফী,আকলিমা বিনতে আজিজুল, সোহেল রানা তুহিন,জান্নাতুল মাওয়া, জিহাদুল ইসলাম জিহাদ নাদিরা হাসান, কাজী শাম্মী, রেশমি তহমিনা, প্রমুখ।
উপস্থিত অতিথিদের বক্তৃতা শেষে ২০২২ সেশনের জন্য গঠিত বিবিজিএফ এর কেন্দ্রীয় কমিটির ৫৩ জন সদস্যকে প্রধান অতিথি শপথবাক্য পাঠ করান। সমাজ হতে বেকারত্ব ঘুচিয়ে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে নিজে ও সমাজকে গড়ে তুলতে এবং মানবতার কল্যাণে কাজ করতে সবাই প্রতিজ্ঞাবন্ধ হোন।
Leave a Reply