সম্রাট আলী, স্টাফ রিপোর্টার, বগুড়া
উদ্যোক্তা তৈরী, সামাজিক ও মানবিক কাজের স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ) উপদেষ্টা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অদ্য ১৮ এপ্রিল'২০২৩ (সোমবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সকল উপদেষ্টা মন্ডলীর সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপদেষ্টা মন্ডলী এবং অতিথিবৃন্দ বিবিজিএফ কার্যক্রমে প্রসংশা করেন এবং যে কোন সেবামূলক কার্যক্রমে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিজিএফ এর প্রধান উপদেষ্টা, পুণ্ড্রকথা ডটকম এর সম্পাদক, বামমা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও রূপকথা হোমস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাজেদুর রহমান রাজু। বীর মুক্তিযোদ্ধা এম এ গণি সরকার, উপদেষ্টা, বিবিজিএফ। শেখ শামীম, উপদেষ্টা, বিবিজিএফ ও স্বত্বাধিকারী, বধূয়া বিউটি সলিউশন, বগুড়া। বায়েজিদ শেখ, উপদেষ্টা, বিবিজিএফ ও স্বত্বাধিকারী খাজা কনফেকশনারি, বগুড়া। আখতারুজ্জামান মনির, উপদেষ্টা বিবিজিএফ ও সম্পাদক, দৈনিক ইছামতী নিউজ, বগুড়া। জুলফিকার আনাম তুষার, উপদেষ্টা, বিবিজিএফ ও সাধারণ সম্পাদক, জেলা ফল ব্যবসায়ী সমিতি, বগুড়া। মোঃ আশিকুল ইসলাম মামুন, উপদেষ্টা বিবিজিএফ ও এমডি, এমবি ফ্যাশন, বগুড়া। ইয়াসমিন হাসান, এমডি, ফিটফাট ফ্যাশন, বগুড়া। কৃষিবিদ মইনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এগ্রোনেট ক্রপ সাইন্স লিমিটেড। সেলিনা রহমান মলি, মার্কেটিং ম্যানেজার, এগ্রোনেট ক্রপ সাইন্স লিমিটেড। আলী শাহনেওয়াজ বিদ্যুৎ, সহঃ সভাপতি, বিবিজিএফ। জাহিদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক, বিবিজিএফ। বিবিজি'র সফল উদ্যোক্তা সেলিনা মাহবুব, শারমিন সুমনা, সেলিনা আক্তার চম্পা, জান্নাতুল ফেরদৌসী সহ বিবিজিএফ নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনার সমাপনান্তে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।