মোঃ জহুরুল ইসলাম সৈকত
বগুড়া প্রতিনিধিঃ
শুক্রবার (২৬শে নভেম্বর) বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় মুন লাইট কেজি স্কুলে বগুড়া বিজনেস গ্রুপ (বিবিজি) এর প্রতি মাসে অনুষ্ঠিত নিয়মিত ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম "আমি খাবো, আমি খাওয়াবো" এর ৩য় পর্ব অনুষ্ঠিত হয়। লাল ও সবুজ নামে দুটি দলে ভাগ করে চলতি মাসে লাল দল এবং পরের মাসে সবুজ দলকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব প্রদান করা হয়। জমকালো আয়োজনে এবং আনন্দঘন পরিবেশে কালো ড্রেস কোডে প্রায় শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রোগ্রামে বিবিজিএফ এর সভপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিজিএফ'র উপদেষ্টা ও রুপকথা হোমস'র এমডি জনাব রাজেদুর রহমান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাফায়েত-ই-রাব্বী সুমন, উপদেষ্টা বিবিজিএফ ও প্রোপাইটর আর.আর এন্টারপ্রাইজ। জনাব বুলবুল আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক, সাবাব গ্রুপ অব কোম্পানি লিঃ।
আরো উপস্থিত ছিলেন বিবিজি'র মডারেটর মুয়াজ বিন মোস্তাফিজ, হাসিবুল ইসলাম, জাকিউল ইসলাম শহীদ, সোনিয়া হক, লাল দলের সমন্বয়ক রেশমী তহমিনা ও চাঁদনী লিজা, সবুজ দলের সমন্বয়ক শারমিন আকতার সুমনা ও নেহা জান্নাত, বিবিজির উদ্যোক্তা আলী শাহনেওয়াজ বিদ্যুৎ, আব্দুল হাকিম, আরিফ রেহমান, মোরশেদ আলম, মনির তালুকদার, নাদিরা হাসান, হাসিনা পারভীন, জাকিয়া সুলতনা, আরেফা জাহান, সেলিনা আকতার, তাসলিমা আকতার, সুহাদা জামান, সুবর্ণা হৃদি, মঞ্জুয়ারা খাতুন প্রমুখ।