1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন  - dainikbijoyerbani.com
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
ad

বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ইং উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে বিরামপুর কেন্দ্রীয়  শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার  নুজহাত তাসনীম আওনের  সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা   হাবিবুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,  কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে, তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি