বিরামপুরে করোনা সংক্রমণ সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
করোনা সংক্রমণ সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার লক্ষে দিনাজপুরের বিরামপুরে আলোচনা সভা,মতবিনিময় সভা ও সিদ্ধান্ত অনুষ্ঠিত হয়েছে।
(২৫জুন) শুক্রবার বিকেলে পৌরসভা কার্যালয়ে করোনা সংক্রমণ সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আলোচনা সভা,মতবিনিময় সভা ও সিদ্ধান্ত অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,তদন্ত (ওসি) মতিয়ার রহমান,
উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হকসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এসময় (২৬জুন) আগামীকাল সকাল ৯টা থেকে পৌরসভার প্রত্যকটি পাড়া মহল্লায় মোড়ে মোড়ে আনসার বাহিনীর উপস্থিত থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক সচেতনতা মাস্ক পরিধানে কঠোর ভাবে দায়িত্ব পালন করবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত হয়।