বিরামপুরে গাঁজার গাছ সহ চোরাই মদ ও চোরাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ সোমবার (২৪ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর (রানীরবাজার) গ্রামের শংকর বাস্কেকে (২৬) নিজ বাড়ি সংলগ্ন প্রাচীর ঘেরা স্থানে চাষকৃত ৭০টি ছোট-বড় বিভিন্ন সাইজের গাঁজার গাছ সহ এবং একই গ্রামের জাহানারা বেগম ওরফে আসমাকে (৫৫) চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ সহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার (২৫ মে) ধৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সচেতন সকলকে আহবান জানান।