এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এবং অত্র থানায় ট্রান্সফরমার চুরির মামলা নম্বর ১১ এর ভিত্তিতে ১৩ই এপ্রিল বৃহস্পতিবার দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর শালবাগান গ্রামের মৃত আমজাদ হোসেন সরকারের ছেলে জাহাঙ্গীর আলম অপরজন হলেন, একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে চুরিকৃত ট্রান্সফরমার উদ্ধারের জোড় প্রচেষ্টা চালায় বিরামপুর থানা পুলিশ এবং পরের দিনই তাদের তথ্য মতে বিরামপুর শালবাগান জাহাঙ্গীর আইরন স্টোর এর দোকান থেকে চুরিকৃত ট্রান্সফর্মার ও কোয়েল উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বিরামপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান সহ সঙ্গীও ফোর্স। দুইজন আসামিকে যথাযথ পুলিশ এসকর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।