এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই মামলায় শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী) গভীর রাতে
সিনিয়র সহকারি পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) একেএম ওহিদুন্নবী ও অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহাবুবুর রহমান সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালান। এসময় মোবাইল ফোন, সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগসহ টাকা ছিনতাই মামলার শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী শাওন মিঞা (২৪) একই জেলার পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ইব্রাহিম মন্ডল (৩০) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাই মামলায় শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনতাইকারী ইব্রাহিম (৩০) আহত হওয়াই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে। শাওনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এমূর্হুতে বলা তা বলা যাবে না।
তিনি আরো জানান, ছিনতাইয়ে সত্যতা উদঘাটনে আমরা ১০ দিনের রিমান্ড চাইব। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাইয়ের সকল তথ্য উদঘাটন করা হবে।
উল্লেখ্য গত ২ জানুয়ারী/২২ইং দিনাজপুরের ফুলবাড়ীতে ছিনতাই করে পালানোর শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) কে ফুলবাড়ি থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল।
Leave a Reply