এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -
দেশ ও বাইর থেকে অবাধে উন্মুক্ত বিলের জলে দলবেঁধে রংবেরঙের অতিথি পাখির দল। এমন দৃশ্য মনোরম পাখির কলতানে মুখরিত পরিবেশ। দিনাজপুর বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মালিকানাধীন পুকুরে সাঁতার ও নির্ভয় উড়ে বেড়াচ্ছে পাখি গুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিগুলো বিলের জলে সাঁতার কাটচ্ছে,ডুব দেয় সন্ধ্যার পর ১৫ কিলোমিটার দূরে প্রাকৃতিক শালবন আশুড়াল বিলে খাদ্যের সন্ধানে চলে যায় এবং ভোর চারটার দিকে আবার বিলে এসে হাজির হয়। উক্ত বিষয়ে বিলের মালিক আসাদুজ্জামান জানান,বিলের আয়তন চার একর পানির গভীরতা চার থেকে পাঁচ ফুট। শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমনে মুখরিত হয় গোটা বিলের চিত্র। বিকেল হলেই পাখি দেখতে ভিড় করছে এলাকার অসংখ্য মানুষ। গত বছরের চেয়ে এবার পাখির সংখ্যা বেশি তবে দেখতে আসা উৎসুক জনতা পাখি গুলোকে ঢিল ও ভয় ভীতি প্রদর্শন করায় কমতে শুরু করেছে। এ বিষয়ে স্হানীয় প্রশাসনের সূ-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। বর্তমানে পাখির সংখ্যা প্রায় দুই হাজারের মতো। উক্ত বিলটিতে পাখিসহ বন্যপ্রাণীদের নিরাপত্তা রক্ষায় সচেতন মূলক কার্যক্রমের মাধ্যমে কাজ করছে পরিবেশবাদী সংগঠন বিরামপুর স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা। লিফলেট ও ব্যানার লাগিয়ে লোকজনকে সচেতন করার চেষ্টা করছে।
স্বপ্নছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক সামিউল আলম বলেন,সংশ্লিষ্ট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হলে এই এলাকায় বন্যপ্রাণীর অভয়ারণ্য সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে ব্যাপকভাবে সচেতন সৃষ্টি করা যাবে বলে সকলের মন্তব্য।।