এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
উপজেলা পরিচালনায় ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী বিরামপুর উপজেলার করোনা মোকাবিলায় স্বাস্থ্য কর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য ও সমাজকল্যাণ পরিষদ কমিটি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজূ, বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজাবাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাক্তার আব্দুল্লাহ আল শোভন, মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম, ,মেডিকেল অফিসার ডাক্তার জুলেখা।
Leave a Reply