এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে কোবরা ৪শ গ্রাম সাপের বিষ ও একটি মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার আলতানুর রহমান।
আটককৃত আসামী হলেন,বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের মোঃ ইমার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) শিবপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার আলতানুর রহমান বলেন, সোমবার সকালে বিরামপুর সীমান্ত দিয়ে সাপের বিষ ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর বাজারে সেখানে বিজিবি অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে কোবরা ৪গ্রাম সাপের বিষ ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ রফিকুল ইসলামকে হাতে নাতে আটক করে বিজিবি। এই রির্পোট লেখা আগ পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন।
জানতে চাইলে, ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক শরীফ উল্লাহ আবেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ গ্রাম সাপের বিষসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সাপের বিষের মূল্য ১কোটি ৬০লক্ষ টাকা।
Leave a Reply