1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বিরামপুরে পাখিদের নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে কাজ করছে সেবামূলক প্রতিষ্ঠান স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
ad

বিরামপুরে পাখিদের নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে কাজ করছে সেবামূলক প্রতিষ্ঠান স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর,)প্রতিনিধি-

দিনাজপুরে বিরামপুরে পাখিদের নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে অধর্শতাধিক পাখির মাটির বাসা স্থাপন করেছে সেবামূলক প্রতিষ্ঠান স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা।

সোমবার (২৩জানুয়ারি) দুপুরে পৌর শহরের ভূমি অফিস ও ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে গাছে গাছে পাখিদের মাটির হাঁড়ির বাসা স্থাপনের মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসসুম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসসুম বলেন, একদল উদ্যমী যুবক পাখিদের অনাগত ভবিষ্যত ও প্রজন্মদের স্বার্থে পাখি ভালবেসে, পাখির সংরক্ষণ শিকার, হত্যা ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এভাবে আমাদের তরুণ সমাজসহ পাখি প্রেমীদের এগিয়ে আসতে হবে।

এসময় স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আরমান আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সামাউল আলম, প্রচার সম্পাদক উম্মে হাবিবা, অর্থ ও দপ্তর সম্পাদক ফারজানা আফরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল হোসেন, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক জান্নাতুন ফেরদৌস শাম্মী, সাহিত্য ও প্রচার সম্পাদক শামসুন্নাহার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আরমান, কার্যকরি সদস্য এশা,আব্দুল্যাহ আল মামুন ও মো. সৈকত হাসান উপস্থিত ছিলেন।

স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক সামিউল আলম বলেন, স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক সংস্থা। তারা নিজের অর্থায়নে স্বেচ্ছায় বন্যপ্রানী ও পাখির নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে যাচ্ছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেলে এই উপজেলায় পাখি ও বন্যপ্রাণীর অভয়ারন্য সৃষ্টি ও পরিবেশ সংরক্ষনে ব্যাপক ভাবে সচেতন সৃষ্টি করা যাবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি