এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭মে) গতকাল সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্টিত হয়।
উদ্বোধনী খেলায় উপজেলার খাঁনপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও জোতবানী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল খেলায় অংশ গ্রহণ করে। এসময় জোতবানী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে খাঁনপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।
জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ খেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, মকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, কাউন্সিলর মোজাম্মেল হক,যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ।
এসময় খেলা পরিচালনা করার রেফারীর দায়িত্বে ছিলেন শ্রী. ভোলানাথ সরকার ও সহযোগী রেফারীদ্বয় হেলাল উদ্দীন সরকার, মুক্তি মাহমুদ খাঁন, আনোয়ারুল হাবীব রিটন ও মোস্তাফিজুর রহমান মাসুম এবং খেলাটির ধারাভাষ্যকারে ছিলেন আসাদুজ্জামান আসাদ।