এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ভাড়াটিয়া রেশমা বেগমের দেওয়া দই মিষ্টি খেয়ে ওই বাড়ির ৪ জন সদস্য অসুস্থ্য হয়ে পড়েছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রবিবার দুপুরে পৌর শহরের প্রফেসর পাড়ার সাবেক পুলিশ সদস্য মৃত হারুনুর রশিদের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়,হারুনুর রশিদের দুই টি রুম ভাড়া নেন ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কাশিপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা বেগম (২৭)। রবিবার দুপুরে দই ও মিষ্টি নিয়ে আসেন রেশমা বেগম।ওই দই মিষ্টি বাড়ির ৪ জন সদস্যকে কৌশলে খাওয়ানো হলে সঙ্গে সঙ্গে মোঃ সাব্বির আহমেদ সিয়াম (১৬), মোহাম্মদ সিফাত (৯), মোছাঃ আখি (২৫),মোছাঃ নুসরাত জাহান (৩৫) অসুস্থ্য হয়ে পড়ে। পরে বিষয়টি হারুনুর রশিদের স্ত্রী সুরাইয়া বেগম ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রেশমা বেগমকে আটক করা হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, দই-মিষ্টি সঙ্গে নেশা জাতীয় ঔষধ খাওয়ানো হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
Leave a Reply