এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় জয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
(১৩ অক্টোবর) গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত জয় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার হতে মটরসাইকেল যোগে বিরামপুরে আসার পথে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহর রেলগেট এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে জয় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা গুরত্বর জয়কে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গুরুত্বর আহত মটরসাইকেল চালক জয়কে পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন-দিনাজপুর-গোবিন্দগঞ্জ পৌর শহর এলাকা ঘোড়াঘাট রেলগেট মহাসড়কে সড়ক দূর্ঘটনায় জয় নামের এক যুবক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা গুরত্বর আহত জয়কে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গুরুত্বর আহত জয়কে পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় রংপুর কোতয়ালী থানায় মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।