এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)a প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা।
(৯ জুলাই) গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ৭নং পলিপ্রায়গপুর ইউনিয়নের টিকোরীপাড়া ও ৩নং খাঁনপুর ইউনিয়নের রতনপুর এবং কুরশাখালীর নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলো সরজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে সদ্য বরাদ্দ দেওয়া নির্মিত ঘরগুলো পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন, এত সল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরী করতে গিয়ে কাজে ছোট খাটো ত্রুটি দেখা দিতেই পারে সেক্ষেত্রে তাৎক্ষনিক তা ঠিক করার জন্য উপজেলা নিবার্হী অফিসারকে নির্দেশ প্রদান করেন তিনি। এছাড়াও তিনি ঘরগুলোর কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম,ইউপি চেয়ারম্যানদ্বয় ইয়াকুব আলী , দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে, উপজেলার ৭টি ইউনিয়নে ৭১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়