এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
সারাদেশে ন্যায় দিনাজপুর বিরামপুরে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ পরীক্ষা। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের।
করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শেষপর্যন্ত দেড় বছর পর এসএসসি পরীক্ষার আসনে বসতে পারলো শিক্ষার্থীরা। মহামারীর কারণে এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে ভিন্ন আমেজে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম জানান- এবার মাধ্যমিক পরীক্ষায় বিরামপুর উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ২০৯৫জন এদের মধ্যে বিজ্ঞান এবং , ভোকেশনাল বিভাগে বিরামপুর পাইলট হাই স্কুল ২০২ জন কাটলা হাই স্কুল ১১৬ জন একর হাই স্কুল ৩২১জন সরকারি বালিকা বিদ্যালয় ৩৩৫ জন ভোকেশনাল ২৬৪ জন ভোকেশনাল পাইলট ১২৩ জন সর্বমোট ১৩৬০ জন | অনুপস্থিত ২৮ জন আজ সোমবার পরীক্ষার দ্বিতীয় দিনে পাইলট হাইস্কুল ২০৫জন ,সরকারি বালিকা বিদ্যালয় ১৯১ জন. কাটলা হাইস্কুল ৯৪ জন একর হাইস্কুল ২৫১জন সর্বমোট ৭৪১ | অনুপস্থিত ১৪ জন | দুই দিনে অনুপস্থিত সর্বমোট ৪২ জন |
বিরামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় সর্বমোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এদিকে পরীক্ষার্থীদের হল পরিদর্শনে এসে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘ দের বছর পাবলিক পরীক্ষা বন্ধ থাকার পর উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা দেখে অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্য আনন্দ উদ্দীপনা কাজ করছে।
এছাড়াও পরীক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে সেই সাথে মাস্ক পরিধানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে সে ব্যাপারে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। এছাড়াও তিনি বিরামপুর উপজেলার সকল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানান।