বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাককে পেছনে ট্রাক কাঁচা মাল বোঝাই ওপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি সেখানেই দুমড়ে মুচড়ে যায়। এতে করে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়েছে।
আহতরা হলেন-ঠাকুরগাঁও সদরের কোচাবাড়ি গ্রামের আব্দুল করিমের পুত্র ড্রাইভার আবু তাহের (৩৫) ও ফুটানী বাজারের শুকুর আলীর পুত্র আঃ সালাম (২৫)।
(২৪সেপ্টেম্বর) শুক্রবার ভোর ৩ টার দিকে দিনাজপুর -ঢাকা মহাসড়কে পৌর শহর এলাকায় চাঁদপুর এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
বিরামপুর থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা মেট্রো ট ২০-০৯৪৪ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ড্রাইভার ও হেলপার গুরত্বর আহত হন। তাদের প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে ট্রাকের হেলপার আঃ সালাম মারা যায়।