এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান" শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় রাজস্ব খাতের আওতায় গরু মোটাতাজাকরণ অপ্রতিষ্ঠানিক ও সামাজিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন-প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
(১২ অক্টোবর) গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার সয়ম উপজেলা অডিটরিয়ামে যুবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে গরু মোটাতাজাকরণ যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অফিসার নূর আলম, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওসার আলী, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা দুদুকের সহ-সভাপতি
মাহমুদুল হক মানিক, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম,মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন,