বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর বিশেষ অভিযানে মাদক সহ ৩ জন নারী-পুরুষ আটক-
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
২৫ শে জুন শুক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৩জনকে আজ শনিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নির্দেশে এস,আই এরশাদ মিয়া নারী সদস্য সহ পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আঁচলকোল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মাদক বিক্রেতা ফয়েজ উদ্দিনের বাড়ি থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ ৩জনকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলেন, ফয়েজ উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৪৭), ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে ফয়সাল আহম্মেদ সোহেল (৩০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (২৫)। চিহ্নিত মাদক বিক্রেতা ফয়েজ উদ্দিন (৪৯) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা অব্যহত আছে। আটককৃত ৩জন ও পলাতক ফয়েজ উদ্দিন সহ ৪জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক বিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে ওসি সুমন কুমার মহন্ত জানিয়েছেন। মাদক সংক্রান্ত বিষয়ে সরাসরি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সচেতন সকলের প্রতি আহবান জানিয়েছেন।
Leave a Reply