এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ একজন কে আটক করেন পুলিশ। জানা যায় যে,১৩ই সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ মধ্যরাত্রী ২০.১৫ ঘটিকার সময় বিরামপুর থানাধীন ৭নং পলি প্রয়াগপুর ইউপিস্থ (৭নং ওয়ার্ড) চকবসন্ত গ্রামে ৫২ (বায়ান্ন) পুড়িয়া গাঁজা যাহা খোলা অবস্থায় মোট ওজন ৩০০ (তিনশত) গ্রাম এবং মাদক বিক্রয়ের নগদ ৩১২/-(তিনশত বার) টাকা সহ ১জন উপজেলার চক বসন্ত মহল্লার মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ সাগর চৌধুরী (২৫),হাতে নাতে আটক করা হয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে বিরামপুর থানার মামলা নং-২০,তারিখ ১৩/০৯/২০২১ খ্রিঃ,ধারাঃ ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ রুজু করা হয়েছে। উক্ত আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।