রাকিব হাওলাদার, ভোলা।।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির ভোলা জেলা শাখা। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে শহরের নতুন বাজার চত্বরে এ প্রতিবাদ সভা করেন। এসময় জেলার বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে হাজার হাজার মুসল্লীরা সভাস্থলে উপস্থিত হয়। সভা শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কালি নাথ রায়ের বাজারের হাটখোলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
ভোলা জেলা ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি নাছির মাঝি মাদ্রাসার মুহতামিম মাওলানা বশির উদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈমান ও আকিদাহ সংরক্ষন কমিটির উপদেষ্টা মাও. মুফতি ইয়াছিন নবীপুরী, এম ওবায়েদ বীন মোস্তফা, ঈমান ও আকিদা সংরক্ষন কমিটি সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান । ঈমান আকিদাহ সংরক্ষন কমিটির সদস্য এইচ এম ইব্রাহীম এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, ঈমান ও আকিদা সংরক্ষন কমিটি সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান , ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে এর নিন্দা জানানোর জন্য । ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠিকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।