তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে গত ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ (Step Ahead Bangladesh) কর্তৃক নান্দাইল উপজেলায় বৃক্ষ রোপন ও পরিবেশ সচেতনতামূলক র্যালী, চিত্রাঙ্কণ, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে।
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে বৃক্ষ রোপন ও প্লাস্টিক দূষণ বন্ধসহ পরিবেশ সচেতনতামূলক র্যালী করা হয়। র্যালীটি উপজেলা ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী শেষে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন Step Ahead Bangladesh বিগত ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
Leave a Reply