মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ভান্ডারিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে “মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতীজ্ঞ যুব সম্প্রদায়”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ভা-ারিয়া আঞ্চলিক শাখার সভাপতি ও সাংবাদিক মো.ছগির হোসেন এর সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, মানবাধিকার কমিশনের সহ সভাপতি সাংবাদিক মো. রিয়াজ মাহমুদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক শফিকুল ইসলাম আজাদ, মানবাধিকারকর্মী ও প্রভাষক মনোয়ার হোসেন পলাশ, সাংবাদিক তরিকুল ইসলাম, মাহাফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালিতে অংশ নেন।