প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২০, ১:১৩ পি.এম
বেতাগীতে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও আলােচনা
বরগুনার প্রতিনিধি, বেতাগীতে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও আলােচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) শুক্রবার বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের বেতাগী শাখার আহবায়ক মাে . মিজানুর রহমান মন্টু'র সভাপতিত্বে আলােচনা সভায় বক্তৃতা করেন , উপজেলা চেয়ারম্যান মাে . মাকসুদুর রহমান ফোরকান , পৌর মেয়র আলহাজ্ব এবিএম গােলাম কবির , জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার আহবায়ক মাে . হালিম মােল্লা , ভাইস চেয়ারম্যান মাে . আমিরুল ইসলাম পিন্টু , জেলা পরিষদের সদস্য মাে : নাহিদ মাহমুদ লিটু সদস্যর কাউন্সলর মাে . নবীন খান , বেতাগী উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাে . নাসির উদ্দিন ফকির ও উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন প্রমুখ । সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.