মোঃ সোহেল রানা ( বরগুনা )
বরগুনার বেতাগীতে পবিত্র ইদুল আযাহা`র দিনে সুইডেনে সরকারী ছত্রছায়ায় মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন পোড়ানো এবং সারাবিশ্বে মুসলিমদের উপর অত্যাচার ও বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরগুনা বেতাগীর তাওহীদ জনতা। ৯ই জুলাই আছর বাদ বেতাগী উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র এর সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এবং তাদের মৃল স্লোগান ছিল একশন একশন ড্যারেক্ট একশন আল-কুরআনের অপমান সইবেন না আর মুসলমান বয়কট বয়কট সুইডেনের পন্য বয়কট এই স্লোগানে মুখারিত ছিল বেতাগীর সকল ধর্ম প্রাণ মুসলমান। এই বিক্ষোভ মিছিল বেতাগী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র হইতে বেতাগী বাসস্ট্যান্ড থেকে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর সামনে এসে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব আব্দুল হাই নেছারী তিনি বলেন আমাদের মুসলমানদের সংবিধান আল-কুরআন অপমান করলে আমাদের মুসলমানরা থেমে থাকবে না এবং আরো বক্তব্য রাখেন শাহাদাত হোসেন মুন্না বলেন সুইডেনের পবিত্র ঈদুল আযহার দিনে সরকারের ছত্রছায়ায় ধর্মপ্রাণ মুসলমানদের মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন পোড়ানোর ঘটনা ইতিমধ্যে অনেক দেশ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ
জানানো হয়নী, আরো বক্তব্য রাখেন হোসাইন সিপাহী তিনি বলেন আমাদের পবিত্র আল-কোরআন কে বার-বার অপমান করা হচ্ছে এই বিষয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে কোন প্রতিবাদ না জানালে বাংলাদেশের মুসলিমরা আরো কঠিন ভাবে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হবে , বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, আমাদের এই কবিতা আল কোরআন শুধু একবার নয় বার বার অপমানিত করা হয় এবং মুসলমানদের প্রতি অত্যাচার করা হয় কারণ উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া আহ্বান করেন।