প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৩, ৪:৪৯ পি.এম
বেতাগীতে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগীতে জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনের এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১৪ জুলাই) আছরবাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, শিমু আক্তার, ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, হূমায়ূন কবির খলিফা, খলিলুর রহমান, সৈয়দ গোলাম রব শুক্কুর, গাজী জালাল আহম্মেদ, সালা উদ্দীন মাহামুদ সুমন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ অন্যন্যরা। এতে বরগুনা জেলা পরিষদের
সদস্য, বেতাগী পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। মতবিনিমিয় সভায় ভৌগলিক অবস্থান ও সুষম উন্নয়নের স্বার্থে বরগুনা-২ আসনে বেতাগী উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর এমপি প্রার্থী মনোনয়নের দাবি উঠে আসে। সভায় বক্তারা একমত হন যে, দীর্ঘ কয়েক বছর যাবত বেতাগী থেকে কোন সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় সুষম উন্নয়ন হচ্ছে না এবং জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। তারা দাবি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে একজন উপযুক্ত রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.