বেতাগীতে ভ্রমণ কন্যা সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মোঃ সোহাগ হাওলাদার।
বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের প্রথম নারী ভ্রমণ সংগঠন ' ভ্রমণ কন্যা'র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনের ভলান্টিয়ার কর্তৃক কেক কেটে ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.রফিকুল আমিন, সংগঠনের বরগুনা জেলা শাখার দলনেতা তাজরিন জাহান নিভা ও দৈনিক যুগান্তর'র বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান ,সংগঠনের সদস্য হাফসাতুন্নেসা মিম,জান্নাত নিপা,আসিফা জাহান রিজা,ফানজিয়া মেহেরিন মহিমা,মোঃ আসিব গাজী,মোঃনাহিদ হাসান মাহিন,শিহাব,মামনুন প্রমূখ এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান ,সংগঠনের সদস্য হাফসাতুন্নেসা মিম,জান্নাত নিপা,আসিফা জাহান রিজা,ফানজিয়া মেহেরিন মহিমা,মোঃ আসিব গাজী,মোঃনাহিদ হাসান মাহিন,শিহাব,মামনুন প্রমূখ এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য গনমাধ্যমকর্মী।