বেতাগীতে শারমিনের অপকর্মে অতিষ্ট এলাকাবাসী
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী এলাকার রাসেলের স্ত্রীর শারমিন সুলতানা রিমার অপকর্মে অপকর্মে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। গত রোববার তার ঘরে অপকর্ম চলা অবস্থায় কামরুল নামে এক ছেলেসহ তাকে আটক করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কার্যকালাপ ও অপকর্মগুলো এখন এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। সন্দেহজনিত কারণে গত রোববার রাতে এক ছেলের সাথে তাকে রাতের অন্ধকারে ঘরের ভিতরে পাওয়ায় একালাবাসী হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের দুইজনকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে এলাকাবাসী বিভিন্ন সময়ে প্রতিবাদ আরলে তাদের মামলার হুমকি দিয়ে ভয় ভিতী দেখায় সে। এছাড়া তার এলাকায় এই অপকর্ম থেকে বিরত থাকার জন্য একাধিকবার দরবার শালিসও হয়েছে। কিন্তু কারো কথা না শুনে সে তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় এলাকার অন্যান্য ছেলে-মেয়েদের নিয়ে দু:চিন্তায় রয়েছে অভিভাবকরা।
স্থানীয় বাসিন্দা লিটন মাতুব্বর বলেন, এই মেয়ের কার্যকলাপে আমরা এলাকাবাসী অতিষ্ট এবং লজ্জিত। সে কোন আইন কানুন মানে না। সে বিভিন্ন সময়ে বিভিন্ন ছেলে নিয়ে বাড়িতে প্রবেশ করে। সে বাড়ির পরিবেশ নষ্ট করছে।
অভিযুক্ত শারমিন সুলতানা বলেন, আমার সাথে বাড়ির মানুষের মামলা চলমান আছে। তারা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সব অভিযোগ মিথ্যা।