বেতাগী থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা প্রতিনিধিঃ বেতাগী বরগুনা।
বরগুনার বেতাগীতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, স্যোশাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ধর্ষণ, নারী ধর্ষণ ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী থানা পুলিশের আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ বাবুল আক্তার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর, অত্র এলাকার উল্লেখযোগ্য নারী ও জনপ্রতিনিধি ছাত্র ছাত্রী ও শিক্ষক, এবং বিভিন্ন পেশার মানুষ,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র, এ বি এম মাসুদুর রহমান খান
Leave a Reply