মো: রিপন হাওলাদার - স্টাফ রিপোর্টার বেতাগী,বরগুনাঃ
বরগুনার বেতাগী পৌরসভার উদ্যোগে মহামারী করোনা সংকটের কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জীবাণুমুক্তকরণ ও পরিচ্ছন্ন রাখার উপকরণ বিতরণ করা হয়েছে।
বেতাগী পৌরসভার বাস্তবায়নে, এলজিএসপি'র অর্থায়ন ও স্লোব বংলাদেশের সহযোগিতায় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ.বি.এম গোলাম কবির পৌর এলাকার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিন সকাল থেকে পৌরসভার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিনটু, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল আমিন, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম কবির, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক লায়ন শামীম সিকদার, পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান খান ও কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।