মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
কিছুদিন আগে রায়পুর উপজেলাধীন জেলা পরিষদের ডাকবাংলোর পুকুরের পানিতে ডুবে ১৮ বছরে এক ছেলের মৃত্যুর হয়। বিষয়টি লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নজরে আসলে শ্রদ্ধেয় স্যারের নির্দেশনা মোতাবেক তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করা হয়। পরবর্তীতে সেই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক, লক্ষ্মীপুর মহোদয় কর্তৃক মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২০,০০০/- (বিশ হাজার টাকা) আর ক্যাশ বরাদ্দ প্রদান করা হয়।
আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মহোদয় উপস্থিত থেকে সেই পরিবারের হাতে ২০,০০০ (বিশ হাজার) টাকার চেক তুলে দেন । একই সাথে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। ১৭১ শিক্ষার্থীর মাঝে আজ সর্বমোট ১৫ লক্ষ ২০ হাজার ৪ শত টাকার চেক (প্রাথমিক-৭০০ টাকা, মাধ্যমিক- ৮০০ টাকা, উচ্চ মাধ্যমিক- ১০০০ টাকা এবং উচ্চতর- ১২০০ টাকা) বিতরণ করা হয়। উল্লেখ্য, বর্ণিত হারে প্রতি ছয় মাস অন্তর অন্তর এই টাকা বিতরণ করা হয়ে থাকে।