বেনাপোলে এক বীর মুক্তিযোদ্ধাকে অবমাননারশেখ পরিবারের উপর অবাঞ্ছিত কথা বলার অভিযোগ
তারিখ ২০/০১/২০২১রোজ বুধবার
মোঃমেহেদী হাসান রাজু বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা আবু সামা (৭৫) কে কটুক্তি কর অবমাননা করেছেন ফুটপাতের এক মিষ্টির দোকানী। গতকাল ২০ ই জানুয়ারী (মঙ্গলবার) বিকালে বেনাপোল বাজারে লালমিয়া মার্কেটের কোনায় বেনাপোল হাইওয়ে ফুটপাতের ওপর শ্রী যুগল কুমারের ভ্রাম্যমান মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আসলে বীর মুক্তিযোদ্ধা আবু সামাকে কটুক্তি ও অবমাননা করেন। বীর মুক্তিযোদ্ধা আবু সামা,পিতাঃ মৃত আবুল কাসেম,গ্রামঃ ভবারবেড়,সাংবাদিকদের জানান তিনি গতকাল বিকালে শ্রী যুগোল কুমার সিংহের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেলে দেখেন মিষ্টির গামলা খোলা অবস্থায় বিক্রি করছেন। এজন্য তিনি ঢেকে রাখার পরামর্শ দিলে মিষ্টির দোকানদার যুগোল কুমার বলেন ময়লা পড়ুক যা পড়ুক তোমার কি আঙুল নামিয়ে কথা বল তুই কি শেখ মুজিব হয়েছিস এখান থেকে যা মুজিব আঙুল নাচিয়েছিল বলে তার মৃত্যু হয়েছে। এ কথা গুলো শোনার পর বীর মুক্তিযোদ্ধা আবু সামা দুঃখের সাথে কান্না করতে করতে সেখান থেকে চলে যান। এ বিষয়ে মিষ্টির দোকানী শ্রী যুগোল কুমার সিংহকে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান তিনি আবু সামাকে নানা হিসেবে তামশা করে কটুক্তি করেছি এ ছাড়া কিছুই না।
সরেজমিনে মিষ্টির দোকানে গিয়ে দেখা যায় ফুটপাতের রাস্তার মধ্যেই যুগলের মিষ্টির দোকান সেখানে খোলা অবস্থায় মিষ্টি,গজা,পুরি,শিঙ্গাড়া বিক্রয় করেছেন। পাশেই এক পথচারী সাইবুর জানান, কিছুদিন আগে এই দোকানের গজার থালায় ছাগল মুখ দিয়ে খেতে দেখেছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবু সামা জানান আমাকে অবমাননা ও কটুক্তির জন্য বেনাপোল বাজার কমিটির নিকট বিচার দিয়েছি।
মোবাইল ০১৭১২৩৪৩৯২৫
Leave a Reply