বেনাপোলে পারিবারিক কোন্দলে মারামারিতে জখম ১
তারিখ ২৫/০১/২০২১রোজ সোমবার
মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
যশোরের বন্দর নগরী বেনাপোল পোর্ট থানার পাচুয়ার বাওর সংলগ্ন নারাণপুর দক্ষিন পাড়া গ্রামের মো আজগার আলীর মেয়ে সম্পার সাথে তার শশুর বাড়ির দীর্ঘ দিন ধরে পারিবারিক কোন্দল চলছিল। রবিবার(২৪/০১/২১)ইং বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় সম্পার ও তার শাশুড়ী পারভিনার সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তার শাশুড়ী মামা শশুর বাড়ির লোকজন আবুতালেব(৫২),আক্তার(৩২),তরিকুল(২৮),আঃকলাাম(৪৭),উভয় পিতাঃরওসন আলী, এবং মেহেদী (১৭) পিতাঃআবু তালেব, ও বহিরাগত ইশরাজুল(২০)পিঃনৃরু মোহরী, লোকজন নিয়ে সম্পার পিতা বাড়িতে গিয়ে দা,শাবল,লাঠি দিয়ে সম্পার উপর হামলা করলে তার ছোট ভাই এগিয়ে গেলে নাহিদ (১৭) কে শাবল দিয়ে মাথায় আঘাত করে জখম করে। বর্তমানে সে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়,সম্পার শশুর বাড়িতে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। রবিবার বিকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে সম্পার মামা শশুরা সম্পার ওপর হামলা করে এতে তার ছোট ভাই নাহিদ আহত হয়।
এ বিষয়ে সম্পার পরিবার রাতে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১