বেনাপোলে ১৮৯ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃমেহেদী হাসান রাজু বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আসামী- পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের মৃত লালচান মাঝীর ছেলে ইমরান হোসেন (২৯), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মোঃ মাহাবুর (২০), খুলনার খালিশপুর থানার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৬)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআই রোকনুজ্জামান, এএসআই শিকদার মাসুম পারভেজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামে জৈনিক সাত্তারের বাড়ির সামনে ইটের রাস্তার উপর অভিযান চালালে এসময় ১৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ইমরান, বিল্লাল ও মাহাবুর নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় নয় বরং আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া মাদক নির্মূলে বেনাপোল পোর্ট থানা সর্বদা প্রস্তুত আছে।
মোবাইল ০১৭১২৩৪৩৯২৫