বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি জসিম উদ্দিন সাধারন সম্পাদক মিলন হোসেন
মোঃ মেহেদী হাসান রাজু বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্ট বাজার ব্যবসায়ী কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (৪ ফেব্রুয়ারি)সকাল ১০ টার সময় চেকপোস্ট বাজারে সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ও তাদের গণমতে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় নব নির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, আমাকে চেকপোস্ট বাজার কমিটির সভাপতি করায় সকল ব্যবসায়িক ভাইদের ধন্যবাদ।
তিনি আরও বলেন, ব্যবসায়িরা দিনদিন মার্কেট মালিকদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ব্যবসায়িকদের ব্যবসায়িক স্বাধীনতা কেড়ে খামখেয়ালি মতো দোকান ঘর ভাড়া বাড়াচ্ছে, ইচ্ছে মতো প্রতিষ্ঠিত ব্যবসায়িকদের ঘর ফেরত নিয়ে নতুন কাউকে হস্তান্তর করা হচ্ছে। এতে পুরাতন ব্যবসায়িরা আর্থিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এখন থেকে মার্কেট মালিকরা যাতে কোন ব্যবসায়িকে নানাভাবে চাপ সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল সহ সার্বিক ব্যবসায়িক সুবিধা দেওয়া হবে।
সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন বলেন,আজ সকল ব্যবসায়িকদের সমন্নয় বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির উজ্জল আলোয় আলোকিত। আর সেই আলোয় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান আলোকিত করতে সকল দোকানদারকে এক হতে হবে। ব্যবসায়িক কোন সমস্যায় পড়লে আমাদেরকে জানালে আমরা অবশ্যই দ্রুততার সাথে সমাধান করবো।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান ঘেনা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আশা,সিনিয়র সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সহ সকল ব্যবসায়িকরা।
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সকল সাংবাদিকবৃন্দ।
তারিখ ০৪/০২/২০২১
মোবাইল ০১৭১২৩৪৩৯২
Leave a Reply