মোঃ নজরুল ইসলাম । বিশেষ প্রতিনিধি যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১সময় বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের পুটখালী এলাকা থেকে যশোর র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি অবগত করে র্যাব।
আটক হাবিবুর পুটখালী গ্রমের কোরবান বিশ্বাসের ছেলে এবং পুটখালী ইউনিয়ন পরিষদের একজন কাউন্সিলর।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি সদস্য হাবিবুর রহমান তার বাড়িতে বিপুল পরিমান অস্ত্রের চালান মজুদ করে রেখেছেন। এমন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইউপি সদস্য হাবিবুরকে আটক করা হয়। পরে তার দেওয়া সীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ।
পরবর্তীতে আটক হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা ।
এদিকে পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান জানান, গ্রেফতার হওয়া ইউপি সদস্যের নামে এর আগেও অস্ত্র মামলা রয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১