বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা
দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক প্রাপ্ত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আসাদুজ্জামান বাবুলের নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে, চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ সকাল ১১ ঘটিকায় আমরা আমাদের সিডিউল মোতাবেক, দেউলা ২ নং ওয়ার্ডে আমাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় বাহির হই এবং লিফলেট বিতরণ করতে থাকি। আমরা দেউলা ২নং ওয়ার্ডে প্রবেশ করে পথিমধ্যে তালুকদার বাড়িতে প্রবেশ করি সেখানে বর্তমান ইউপি সদস্য ২ নং ওয়ার্ড মোহাম্মদ ইকবাল তালুকদারের বাসায় প্রবেশ করে সেখানে আমরা বসি, সেখান থেকে বের হলে শাহজাদা তালুকদারের ৭০-৮০ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র সহ আমাদের উপর আতর্কিত হামলা চালায়, এতে আমি সহ আমার 20 থেকে 25 জন কর্মী আহত হয়েছে। এই হামলা পরিকল্পিত হামলা আমি এর তিব্র নিন্দা জানাচ্ছি।
নৌকা প্রতীক পদপ্রার্থী শাহজাদা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তারা আমার বাড়িতে এসে হামলা চালিয়েছে, আমি ভোলা ছিলাম, আমার ৩-৪ জন সমর্থক আহত হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি