বোয়ালমারীতে মেয়র হলেন সাংবাদিক লিপন মিয়া
সুজল খাঁন,স্টাপ রিপোর্টারঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা লিপন।
শনিবার সন্ধ্যায় ঘোষিত ফলাফলে তিনি ৯ হাজার ২৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধার চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৫ হাজার ৩৫১ ভোটে।
বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রে সহিংসতার জন্য কেন্দ্রটির নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ৭২২।
শনিবার সন্ধ্যায় নির্বাচনের ০৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আটটি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা লিপন পেয়েছেন ০৯ হাজার ২৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা পেয়েছেন ০৩ হাজার ৮৮৮ ভোট ও বিএনপি প্রার্থী আব্দুর শুকুর শেখ পেয়েছেন ০২ হাজার ৫৮৭ ভোট।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে জমির আলী, শেখ আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মো. মিনাজুর রহমান লিপন মিয়া, আ. ছামাদ খান, মোমিন খান, মো. রুহল মৃধা বিজয়ী হয়েছেন।
দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে যে ৩২টি পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হয় তার মধ্যে বোয়ালমারী একটি। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
একটি কেন্দ্রের ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ব্যালট পেপার আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় কেন্দ্রটির নির্বাচন স্থগিত করেছেন জেলা রিটার্নিং অফিসার। জানা যায়, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। এই ওয়ার্ডে কারাগারে আটক কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান মোল্যার পক্ষে জোর করে ভোট আদায়ের চেষ্টাকালে অন্য সকল কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে। সহিংসতার এক পর্যায়ে ওই কেন্দ্রের পাঁচটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
অপরদিকে ৬নং ওয়ার্ডের ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটার দিকে বাবার পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শুকুর শেখের মেয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে ঘণ্টাখানেক ভোটগ্রহণ বন্ধ থাকে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।