ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবারের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
এস.এম অলিউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মানব সেবাই আমাদের আগামী দিনের পথ চলা"এই স্লোগানকে সামনে ব্রাহ্মনবাড়িয়া একতা পরিবারের পহ্ম থেকে অসহায় গরিব ও অসচ্ছল ১২০ টি পরিবারকে ইফতার ও খাদ্য সমাগ্রী আজ ২মে রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদরে রাধিকা বাজারে বিতরণ করা হয়
এই সময় উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবারের উপদেষ্টা মন্ডলির সদস্য জালাল রফিক,সদস্য নজরুল ইসলাম ,সমাজ সেবক রুস্তম ইউনুস,আজিজুল হক,বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ,ওয়াসিল আহমেদ,রবিউল ইসলাম,প্রমুখ
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মালেসিয়াপ্রবাসি আবু সায়েদ জানান সংগঠনটি ২০১৮ সালে সামাজিক ও মানবিক কাজ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সকল উপজেলা থেকে দেশ ও প্রবাসের ৫০ জন সদস্যদের নিয়ে যত্রা শুরু করেন৷ এই সংগঠনটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ৷ আমাদের সংগঠনটি এলাকার দেশ ও প্রবাসের যুব সমাজ দিয়ে পরিচালিত ৷ আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যান্ত অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করার জন্য এই সংগঠনটি গড়ে তুলেছি ৷
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,১কেজি ছোলা,১কেজি মুড়ি, ১ লিটার তৈল,২ প্যকেট সেমাই,২কেজি আলু,২কেজিপেয়াজ,১টি দুধের প্যাকেট ও১কেজি চিনি