ব্রাহ্মণবাড়িয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নবীনগর পশ্চিম পাড়ার পৌর এলাকার ২নং ওয়ার্ড এর স্বপ্না ট্রেডার্স এর মালিক ব্যবসায়ি মেহেদী হাসানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে নবীনগর পশ্চিম পাড়া পৌর দাখিল মাদ্রাসা সংলগ্নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবদুল মতিন,১নং ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ,মাওঃ মতিন, তাজুল ইসলাম, শাহিন, মিজান, খায়ের মিয়া প্রমূখ।
এ সময় মাওলানা মতিন বলেন, আমার মাদ্রাসার সিসিটিভিতে ধারণকৃত তথ্য মতে যে, ঐ সময় বাদি কাউসার আলম শিবুর উপর গার্লস স্কুলে গেইট এ হামলার হয়।
সে সময় আসামি মেহেদি নিজ দোকানে অবস্থান করেছে সে মোতাবেক সে নির্দোষ।
১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবু হানিফ বলেন, মেহেদী আমার জানামতে ভালো ছেলে তদন্তের আগে আমি দোষী ও নির্দোষী কিছু বলতে পারছিনা।
মেহেদীর বাবা তাজুল ইসলাম বলেন, আমার সন্তান নির্দোষ, আমার ছেলে যদি দোষী হতো আমি নিজে আইনের হাতে তুলে দিতাম, বাদি কাউসার আলম শিবুর উপর হামলার সাথে মেহেদী জড়িত নই,না থাকার পক্ষে সিসিটিভির তথ্য প্রমান আছে,
তিনি কান্না জড়িত কন্ঠে মেহেদীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন।
এ সময় মানববন্ধনে শতশত নারী পুরুষের উপস্থিতি ছিল।সকলে একই সাথে শুধু একটাই দাবী করেন মেহেদী ভালো লোক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করুন।
উল্লেখ্য নবীনগর থানার অভিযোগ সূত্রে জানা যায় গত ১৬/০৩/২০২৪ তারিখে সন্ধ্যালগ্নে নবীনগর গার্লস স্কুলের গেইট সংলগ্ন রাস্তায় নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আলম শিবুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে করে তিনি গুরুতর আহত হয়।
কাউসার আলম শিবু বাদী হয়ে গত ১৮/০৩/২৪ তারিখে নবীনগর থানায় মোঃ সোহেল মিয়া পিতা মৃত তাহের মিয়া ও মেহেদী হাসান পিতা তাজুল ইসলাম দুইজনের নাম উল্লেখ ৪/৫ অজ্ঞাতনামা আসামির নামে মামলা করেন।
মামলায় মেহেদীর নাম উল্লেখ করা হয়।অথচ মেহেদী ঘটনার সময় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান পশ্চিম পাড়ার স্বপ্না ট্রেডার্স এ অবস্থান করেছেন।
অবস্থান করার ভিডিও ফুটেজও আছে বলে দাবী করেন মেহেদীর পিতা তাজুল ইসলাম।
এ সময় মেহেদী হাসানের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন এলাকাবাসী।।