হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
গুপ্তচরবৃত্তি ও সরকারি কম্পিউটার হ্যাক করার অভিযোগে বিচারের জন্য উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত।
শুক্রবার (১০ ডিসেম্বর) অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ মামলার রায় মার্কিন সরকারের পক্ষে গেলেও চূড়ান্ত আইনি লড়াই সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগে গড়াতে পারে। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।
তবে, ব্রিটিশ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস। তিনি বলেন, ‘জুলিয়ানকে যে দেশ হত্যার পরিকল্পনা করেছিল, সেখানে তাকে হস্তান্তর করা কীভাবে সম্ভব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। ’
২০১৬ সালে সিআইএর ইতিহাসে সবচেয়ে বেশি তথ্য ফাঁস করে উইকিলিকস। ‘ভল্ট ৭’ নামের নথিতে এসব তথ্য ফাঁস করা হয়। অনেক সংবেদনশীল তথ্য প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের অধীনে জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যার এই পরিকল্পনা করেছিল সিআইএ কর্মকর্তারা।
ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে তাকে আশ্রয় দিতে না চাইলে ২০১৯ সালের এপ্রিলে তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। তিনি এখন লন্ডনের কঠোর নিরাপত্তায় ঘেরা বেলমার্শ কারাগারে বন্দি।
Leave a Reply