মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধিঃ
বড়লেখার সুনামপুর গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের দরে গত ৬ মে সকাল ১১ টায় রাশেন্ড দাস ও তার পরিবারের উপর হামলা করে আব্দুল নুর বাহিনী।
হামলায় দু পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮ ব্যাক্তি আহত হয়েছেন।
আহতদের কে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের মধ্যে ৫ জনের অবস্হা আশংঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
হামলার ঘটনায় রাশেন্ড দাস বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করেন । আহত নকুল চন্ড দাশ জানান জমি নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে দাড়ালো অস্ত্র লোহার পাইপ নিয়ে আমাদের উপর হামলা করে।
আব্দুর নুর তার ছেলে দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন।আব্দুর নুরের ভাতিজা এপলু হোসেন। ও তাদের কেডার বাহিনীরা।
রাশেন্ড দাস ও তার পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন।
রাশেন্ড দাসের পরিবারের আহত সবাই
সরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবী জানান।
এব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান
হামলার ঘটনায়, উভয় পক্ষই মামলা করেছেন, হামলার বিষয় তদন্ত নিশ্চিত করে হামলাকারীদের কে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply