মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নে বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদান ও মৃতদের কাফন-দাফনে সহযোগিতার জন্য গঠিত হয়েছে “মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম” নামক একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদীস টাইটেল মাদরাসার প্রিন্সিপাল, মাও.কাওছার আহমদ সাহেবকে টিম প্রধান করে আলেম-উলামাদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট এই টিম অত্র অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদান ও করোনায় মৃতদের কাফন-দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে জানান অত্র সংগঠনের সদস্যরা।
“মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম” এ যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন মাওলানা কাওছার আহমদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শামসুল হক, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা খলিলুল্লাহ, মাওলানা ফয়সাল আহমেদ, মুহাম্মদ আবুল হাসান, হাফিজ জালাল উদ্দীন, মাওলানা সাবিত আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মামুনুর রশীদ জাবের, মাওলানা সালাউদ্দিন সাহেল এবং মাওলানা শায়খুল ইসলাম।
“মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম” এর সেবা পেতে যোগাযোগ করুন-
দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদীস টাইটেল মাদরাসা, টিলাবাজার, দক্ষিণভাগ, বড়লেখা, মৌলভীবাজার।
০১৭১৫- ৪০৯২০৯
০১৮১৯- ৮৮৫১২১
০১৭১২- ৩৩২৮৫৪
Leave a Reply