মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধঃ
বিজয়ের মাসে উঞ্চতার হাসিঁ হারবে শীত জিতবে মানবতা এ শ্লোগান সামনে রেখে
বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা কতৃক আয়োজিত শীতার্ত মানুষের কল্যাণে উপহার স্বরুপ "শীতবস্ত্র বিতরণী" কার্যক্রম অনুষ্ঠান।
বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য জামিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ'র সঞ্চালনায় আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর বড়লেখা ষার্টমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা ৬নং সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সালেহ্ আহমদ জুয়েল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও বড়লেখা মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাজিম উদ্দিন,প্রবাসী দাতা সদস্য দেলওয়ার হুোসেন,মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু,প্রবাসী দাতা সদস্য গুলজার হোসেন মুন্না সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, রুবেল আহমদ, শাহীন আহমদ, অর্থ সম্পাদক সাহেদ আহমদ পাভেল সদস্য এমাদ উদ্দিন।
উল্লেখ্য বড়লেখা মানবসেবা সংস্থার দাতা সদস্যবৃন্দের অর্থায়নে বড়লেখা উপজেলার অর্ধশতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বক্তব্যকালে অতিথিবৃন্দরা বড়লেখা মানবসেবা সংস্থার সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন এই সংগঠন বড়লেখা উপজেলায় করোনা কালীন সময়ে নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, রমজান সামগ্রী বিতরণ, ইফতার বিতরণ, সিলিং ফ্যান বিতরণ, নিম্নবিত্ত পরিবারকে কর্মসংস্থান গড়ে দেওয়া, বেশ কয়েকটি মাদ্রাসায় এতিম বাচ্চাদের মাঝে পোশাক বিতরণ, এতিমখানায় খাদ্য সামগ্রী সহায়তা, স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ, মসজিদ মাদ্রাসায় পানির ফিল্টার বিতরণ,রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে ইতিমধ্যে বড়লেখা উপজেলায় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
আশাকরি আগামী দিনে ও তোমাদের সামাজিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে।