মো:রিপন হাওলাদার
স্টাফ রিপোর্টার:(বেতাগী-বরগুনা) -
জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা গত, ১৪ বছর ধরে বাংলাদেশে ১১টি জেলায় মোট ১২টি ইংলিশ ভার্শন স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জাগো ফাউন্ডেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি অলাভজনক তরুণ সংগঠন,যারা ও যুবসমাজের স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকের মূল্যবোধের পরিবর্তনে কাজ করে,সারা দেশে ৫৫জেলায় ৪৫+ হাজারের ও বেশি স্বেচ্ছাসেবক কর্মী নিয়ে বাংলাদেশের জাতীয় সমস্যা সম্ভাবনা যেকোনো দুর্যোগ, শিক্ষা,স্বাস্থ্য,পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করে থাকে ।
বর্তমানে ৬৪ টি জেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের কার্যক্রম রয়েছে এবং প্রথমবারের মতো ৬৪ টি জেলায় বোর্ড নির্বাচনে অংশগ্রহণ করে । যেখানে ভোলা জেলা ছিল একটি অংশগ্রহণ কারি জেলা । ভোলা জেলায় এই দ্বিতীয় বার বোর্ড নির্বাচিত হয়। নব নির্বাচিত বোর্ড মেম্বার,
সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোঃ মোঃইমরান,
সহ-সভাপতি,মোঃ আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক,শুভঙ্কর,অর্থ সম্পাদক, মোসাঃমারুফা আক্তর,পাবলিক রিলেশন অফিসার,মোঃ খাইরুল ইসলাম মুন্না,প্রজেক্ট অফিসার,মোঃ রুবেল, মানব সম্পদ কর্মকর্তা,মোঃমিরাজ হোসেন
বরগুনা জেলার নব নির্বাচিত সহ-সভাপতি,মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা বরগুনা জেলায় দীর্ঘ দিন ধরে কাজ করছি বিভিন্ন স্চ্ছোসেবী সামাজিক কাজে সক্রিয় ভাবে কাজ করছি। ইনশাআল্লাহ নতুন কমিটি নিয়া আরো ভালোভাবে এবং বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হিসেবে গড়ে তুলব।