ভান্ডারিয়ার পৈকখালীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
মোঃ ফেরদৌস মোল্লাহ পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ (১৫এপ্রিল) শনিবার বিকালে আল আমিন (৩০) নামের এক পল্টি ব্যবসায়ী বজ্রপাতে মারাগেছে। নিহত আল আমিন উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ মোদাচ্ছের তালুকদারের ছোট ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রেজাউল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়সূত্রে জানাগেছে, ঝড়ো হাওয়া এবং গুরি গুরি বৃষ্টির মধ্যে আল আমিন বাড়ি সংলগ্ন সাতবাড়িয়া মাঠে ছাগল আনতে গেলে বিকাল আনুমানিক চারটার দিকে আকস্মিক ভাবে বজ্রপাত সংগঠিত হলে তাতে গুরুতর আহত হয় এবং ছাগলটিও মারা যায়। স্বজনরা ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।