ভান্ডারিয়ায় বাবার সাথে অভিমান করে কলেজে ছাত্র আত্মহত্যা
মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
ভাণ্ডারিয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মাহিম হাসান বেপারী (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে ভাণ্ডারিয়া পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দা মো. শহিদ বেপারীর মেঝ ছেলে এবং আমান উল্লাহ কলেজের এবছরের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঐ ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে মাহিমকে তার মায়ের সাথে অসুস্থ্য বোনের বাড়ি যেতে বললে সে অপারগতা প্রকাশ করার এক পর্যায়ে গালমন্দ করে বাবা । এতে ক্ষুদ্ধ হয়ে সে শুক্রবার রাতের যে কোন সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় মাফলার পেচিয়ে ফাঁস দিয়ে আত্ম হত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ।
এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য গতকাল শনিবার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয় এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
Leave a Reply